প্রশ্ন ফাঁস বলে বাস্তবে কিছু নাই। এর নাম হইল "হাতে রাখা"।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১০ এপ্রিল, ২০১৪, ০১:২৯:০৭ দুপুর
প্রসঙ্গ : প্রশ্ন ফাঁস।
মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস
করা হল :
- মন্ত্রী মশাই, চারদিকে তো প্রশ্ন
ফাঁসের কলোরব উঠে গেছে। এ
ব্যাপারে আপনার মন্তব্য কি ?
- কে বলেছে প্রশ্ন ফাঁস হয়েছে।
এগুলো সবই অপপ্রচার। আমি শুধু 64
জেলার মনোনীত এমপি মহোদয়দের
একটা করে সেট দিয়েছি। তারা সবাই
আবদার করল।
চিন্তা করলাম তাদের
হাতে রাখা দরকার, তাই
একটা করে কপি দিয়ে দিলাম।
- ওওও!! তাইলে তো ঠিকি আছে।
অবশ্যই হাতে রাখা দরকার।
........................................
এমপি মহোদয়কে জিজ্ঞেস করা হল :
- এমপি মশাই, প্রশ্ন ফাঁস। কিছু
বলেন।
- কোথায় পান এইসব
আজগুবি কথাবার্তা। আমার
কাছে একটা সেট ছিল। আমি শুধু আমার
মনোনীত কিছু
উপজেলা চেয়ারম্যানদের
ডেকে একটা করে কপি দিয়েছি।
এটাকে প্রশ্ন ফাঁস বলে নাকি ?
তাদেরকে হাতে রাখতে হবে তো নাকি ?
- জি জি। অবশ্যই অবশ্যই।
.......................................
এবার উপজেলা চেয়ারম্যান :
- চেয়ারম্যান সাব। প্রশ্ন ফাঁস।
আপনার মন্তব্য।
- এসব হইল কুসংস্কার। আমি অবশ্য
একটা কপি পাইছিলাম। তয়
সবাইকে দেই নাই। যেসব ইউনিয়ন
চেয়ারম্যান নিয়মিত আমার হাত
পা টেপাটেপি করে তাদের
একটা কপি দিছি। এতেই প্রশ্ন ফাঁস
হয় নাকি.? যত্তোসব
আজগুবি কথাবার্তা।
- ঠিকঠিক।
........................................
ইউনিয়ন চেয়ারম্যান :
- চেয়ারম্যান সাব। প্রশ্ন ফাঁস। কিছু
বলেন।
- এই হালার পো সাংবাদিক আবার কই
থেকে আইল। আমাদের উপরে সাপোর্ট
দেয়া লাগে বুঝো। পোলাপাইন
হাতে না থাকলে সাপোর্ট দিমু
কি দিয়া বুঝো। তাদের
একটা করে কপি দিয়া হাতে রাখছি বুঝো।
তোমারও যদি লাগে বল,
না লাগলে কেটে পর। পোলাপাইন
কিন্তুক রেডি আছে।
........................................
সো ডিয়ার শিক্ষার্থী বৃন্দ।
দেশে কোন প্রশ্ন ফাঁস হয় নাই। এসব
আজগুবি কথাবার্তা ও কুসংস্কার। এর
নাম হইল "হাতে রাখা"।
তোমরা নিশ্চিন্তে ধুমাইয়া পরীক্ষা দাও
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন